জেলা পরিষদ কার্যালয়
বরগুনা।
উন্নয়নের গণতন্ত্র
শেখ হাসিনার মূলমন্ত্র
স্মারক নং-জেপবর/সংস্থাপন(খেয়াঘাট)/৪৭-২০১৮/ ১৭০ তারিখঃ ২৯/০৩/২০১৮খ্রিঃ
দরপত্র বিজ্ঞপ্তি নং ০৫/২০১৭-২০১৮
বাংলা ১৪২৫ সনের জন্য খেয়াঘাট ইজারা বিজ্ঞপ্তি (৪র্থ বার)
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উপজেলার অন্তর্গত নি¤œবর্ণিত ০৮টি খেয়াঘাট (০৭টি প্রথম শ্রেনী ও ০১টি তৃতীয় শ্রেনী) ১৪২৫ বাংলা সনের জন্য ইজারা প্রদানের নিমিত্ত নি¤œবর্ণিত তফসীল অনুযায়ী দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্রসমূহ বরগুনা জেলা পরিষদ কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি কার্যালয় হতে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগী, বামনা ও তালতলী হতে খেয়াঘাটের তালিকার বিপরীতে বর্ণিত নির্ধারিত নগদ মূল্যে (অফেরতযোগ্য) নি¤œবর্ণিত তফসীল মোতাবেক দরপত্র ফরম ক্রয় ও জমা করা যাবে। ইজারার তফসীল বিবরণ নি¤œরুপঃ
প্রথম শ্রেনীর খেয়াঘাটের তালিকা ঃ
ক্রঃ নং খেয়াঘাটের নাম উপজেলার নাম সিডিউলের মূল্য ক্রঃ নং খেয়াঘাটের নাম উপজেলার নাম সিডিউলের মূল্য
০১ লবনগোলা-বালিয়াতলী বরগুনা সদর-আমতলী ৩০০.০০ ০৫ কাকচিড়া-গুলিশাখালী বরগুনা সদর-পাথরঘাটা ৫০০.০০
০২ তালতলী-বালিয়াতলী বরগুনা সদর-তালতলী ৭০০.০০ ০৬ ফুলঝুড়ী-রামনা স্লুইজ বরগুনা সদর-বামনা ১০০০.০০
০৩ লতাকাটা বাইনসমর্থ-নকরী বরগুনা সদর-তালতলী ৭০০.০০ ০৭ অযোদ্ধা-দক্ষিন কালিকাবাড়ী বেতাগী-বামনা ৫০০.০০
০৪ কালমেঘা-বান্দরগাছিয়া বরগুনা সদর-পাথরঘাটা ৫০০.০০
তৃতীয় শ্রেনীর খেয়াঘাটের তালিকা ঃ
ক্রঃনং খেয়াঘাটের নাম উপজেলার নাম সিডিউলের মূল্য
০১ পোটকাখালী বাজার-কুমড়াখালী বরগুনা সদর ৩০০.০০
দরপত্র ক্রয় ও দাখিলের ক্যালেন্ডার
ডাক সমূহ দরপত্র বিক্রয়ের তারিখ ও সময়
(সকল কার্যালয়ে অফিস চলাকালীণ) দরপত্র জমা দেওয়ার
তারিখ ও সময়
(সকল কার্যালয়ে) দরপত্র বাক্স খোলার তারিখ ও সময়
(সকল কার্যালয়ে) দরপত্র খাম খোলার
তারিখ ও সময়
(জেলা পরিষদ কার্যালয়ে) দরপত্রের সাথে যে পরিমান বায়না জমা দিতে হবে
৪র্থ বার ২৯/০৩/২০১৮খ্রিঃ হতে ১০/০৪/২০১৮ খ্রিঃ বিকাল ৫-০০ ঘটিকা পর্যন্ত ১১/০৪/২০১৮খ্রিঃ বেলা ১-০০ ঘটিকা পর্যন্ত ১১/০৪/২০১৮খ্রিঃ বেলা ১-১৫ ঘটিকা ১১/০৪/২০১৮খ্রিঃ
বেলা ৪-৩০ ঘটিকা ১০০%
ঃ শর্তাবলী ঃ
০১। একটি খেয়াঘাটের জন্য একটি খামে দরপত্র সীলগালা করে জমা দিতে হবে এবং খামের উপর খেয়াঘাটের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে।
০২। দরপত্র দাতাকে দরপত্রের সাথে উল্লেখিত দরের ১০০% (শতভাগ) অর্থ জামানত হিসেবে এবং দাখিলকৃত দরের উপর ১৫% অর্থ ভ্যাট ও ৫% অর্থ আয়কর হিসেবে যেকোন তফসিলি ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, বরগুনা এর অনুকুলে পৃথক পৃথক ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় দাখিলকৃত দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৩। সর্বোচ্চ দরদাতাকে (যার দর গৃহীত হবে) অবহিত করার ০৭ (সাত) দিনের মধ্যে নিজ খরচে ৩০০.০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে জেলা পরিষদের সাথে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিপত্র সম্পাদন করতে ব্যর্থ হলে তার ইজারা বাতিল করে দাখিলকৃত বায়না বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট খেয়াঘাট পুনঃ ইজারা প্রদান করা হবে ।
০৪। সংশ্লিষ্ট খেয়াঘাট ইজারার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ব পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ দরদাতার দাখিলকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এ কার্যালয়ে সংরক্ষিত থাকবে।
০৫। দরপত্র দাতাকে দরপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র ও ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
০৬। দরপেেত্র ইজারার দর অংকে ও কথায় স্পষ্ট ভাষায় লিখতে হবে। ইজারার দর কাটাকাটি হলে গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ন ও ত্রুটিপূর্ন দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৭। ইজাদারকে সর্বশেষ অনুমোদিত টোলরেট অনুযায়ী টোল আদায় করতে হবে এবং খেয়াঘাটের উভয় পাড়ে টোলরেট সাইন বোর্ড আকারে টানাতে হবে। খেয়াঘাটে অনুমোদিত টোলরেটের চেয়ে অতিরিক্ত কোন টোল আদায় করা যাবে না। খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় প্রমানিত হলে ইজারাদারকে সরাসরি দায়ী করা হবে এবং জেলা পরিষদ ইজারা নীতিমালা ঞধীধঃরড়হ জঁষবং-১৯৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ইজারা বাতিলের ব্যবস্থা করা হবে
০৮। কোন কারনে যদি দরপত্র সিডিউল বিক্রি ও গ্রহণের দিন সরকার কর্তৃক ছুটি ঘোষিত হয়, তা হলে তার পরের দিন অফিস খোলা দিবসে দরপত্র সিডিউল বিক্রি ও গ্রহণ করা হবে।
০৯। এক খেয়াঘাটের জন্য ক্রয়কৃত দরপত্র অন্য খেয়াঘাটের দরপত্র হিসেবে দাখিল করা যাবে না।
১০। যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা জেলা পরিষদ কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
( মোঃ শহিদুল আলম )
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ, বরগুনা।
স্মারক নং জেপবর/সংস্থাপন(খেয়াঘাট)/৪৭-২০১৮/ ১৭০/১(৬) তারিখঃ ২৯/০৩/২০১৮খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।
০১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্ন্য়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২। কমিশনার, বরিশাল বিভাগ, বরিশাল ।
০৩। চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা।
০৪। পরিচালক, স্থানীয় সরকার, বরিশাল বিভাগ, বরিশাল।
০৫। জেলা প্রশাসক, বরগুনা।
০৬। পুলিশ সুপার, বরগুনা।
( মোঃ শহিদুল আলম )
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ, বরগুনা।
স্মারক নং-জেপবর/সংস্থাপন(খেয়াঘাট)/৪৭-২০১৮/ ১৭০/২(১৮০) তারিখঃ ২৯/০৩/২০১৮খ্রিঃ
অনুলিপি সদয় অবগতি ও বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
০১। উপজেলা চেয়ারম্যান, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী / বামনা/ তালতলী, বরগুনা ।
০২। মেয়র, বরগুনা/আমতলী পৌরসভা, বরগুনা।
০৩। উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী / বামনা/ তালতলী, বরগুনা।
০৪। মেয়র, পাথরঘাটা/বেতাগী পৌরসভা, বরগুনা।
০৫। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি/ গনপূর্ত/ সড়ক ও জনপথ/ পানি উন্নয়ন বোর্ড/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরগুনা।
০৬। জেলা তথ্য অফিসার, বরগুনা।
০৭। জেলা রেজিষ্টার, বরগুনা।
০৮। জেলা শিক্ষা অফিসার, বরগুনা।
০৯। সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ, বরগুনা।
১০। সাব-রেজিষ্টার, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী/ বামনা/ তালতলী, বরগুনা।
১১। জনাব --------------------------------------------------------------------সংরক্ষিত সদস্য/ সদস্য (সকল), জেলা পরিষদ, বরগুনা।
১২। চেয়ারম্যান--------------------------------------------------- ইউনিয়ন পরিষদ (সকল), উপজেলা--------------------------------------------জেলাঃ-বরগুনা।
১৩। পোষ্ট মাষ্টার, প্রধান ডাকঘর, বরগুনা।
১৪। জনাব---------------------------------------------পিতা---------------------------------------------গ্রামঃ----------------------------.পোঃ--------------------------------
উপজেলা ঃ-------------------------------------------জেলা-বরগুনা ও ইজারাদার, -----------------------------------------------খেয়াঘাট, ১৪২৪ বাংলা সন।
১৫। দারোয়ান কাম কেয়ারটেকার, জেলা পরিষদ ডাকবাংলো-------------------------, উপজেলাঃ---------------------------------------জেলাঃ বরগুনা।
১৬। নোটিশ বোর্ড, অত্রাফিস ।
১৭। অফিস কপি।
( মোঃ শহিদুল আলম )
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ, বরগুনা।