Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জমি ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত
জেলা পরিষদ কার্যালয়
বরগুনা।
উন্নয়নের গণতন্ত্র
শেখ হাসিনার মূলমন্ত্র
 
স্মারক নং-জেপবর/সংস্থাপন(জমি লীজ বিজ্ঞপ্তি)/১০৪-২০১৮/২০৩                                  তারিখঃ ২৪/০৪/২০১৮ খ্রিঃ
 
জমি ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি 
 
 
                         এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরগুনা জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন উপজেলায় অবস্থিত ইজারাযোগ্য নি¤œবর্ণিত জমি ১৪২৫ বাংলা সনের জন্য ০১(এক) বছর মেয়াদী ইজারা দেয়া হবে। ইজারা গ্রহণে ইচ্ছ্বুক ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে নি¤œবর্ণিত শর্ত ও তফসিল মোতাবেক বরগুনা জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আগামী ২১/০৫/২০১৮খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আহবান করা যাচ্ছে। জমি ইজারার আবেদনপত্র বরগুনা জেলা পরিষদ কার্যালয় হতে নির্ধারিত ৫০/-(পঞ্চাশ) টাকা নগদ মূল্যে ২০/০৫/২০১৮ খ্রিঃ তারিখ বিকাল   ৫-০০ ঘটিকা পর্যন্ত সংগ্রহ করা যাবে। ইজারাযোগ্য জমির বিস্তারিত বিবরণ নি¤œরুপঃ  
 
ক্রঃনং উপজেলার নাম মৌজার নাম খতিয়ান নং দাগ নং ইজারামূল্য (প্রতিবর্গফুট)
০১ বরগুনা সদর  কড়ইতলা-মাইঠা ১১৩৪ ১২১ (বানিজ্যিক) ৮০/-
১২৩ (বানিজ্যিক) ৮০/-
৬৭৪ (বানিজ্যিক) ৪০/-
ছোট গৌরীচন্না ০৩ ৩৫৭১ (বানিজ্যিক) ৩০/-
৩৫৭৩ (বানিজ্যিক) ৩০/-
পোড়াকাটা ০৪ ২০১ (বানিজ্যিক) ৩০/-
পাতাকাটা ৮৫১ ৯৫৫ (বানিজ্যিক) ৩০/-
০২ আমতলী আমতলী ০৩ ৫৩২ (বানিজ্যিক) ৫০/-
চাওড়া ১/১ ৬১৩ (বানিজ্যিক) ৫০/-
০৩
পাথরঘাটা
চরদুয়ানী ০৩ ৭৯৯ (বানিজ্যিক) ৪০/-
বড়ইতলা ০২ ১১০৯ (বানিজ্যিক) ৩০/-
কাঁঠালতলী ০২ ১১২৩ (অকৃষি) ২০/-
০৪ বেতাগী বেতাগী ০৩ ১০৪৯ (বানিজ্যিক) ৫০/-
১০৫০ (বানিজ্যিক) ৫০/-
১০৫১ (বানিজ্যিক) ৫০/-
কাউনিয়া ৮২১ ১৪৮১ (অকৃষি) ২৫/-
বাসন্ডা ভোলানাথপুর ০৩ ৬৯২ (অকৃষি) ২০/-
 
জমি ইজারার শর্তাবলী ঃ 
 
০১। একজন ব্যক্তি/প্রতিষ্ঠান একটি প্লটের জন্য (কম/বেশী ৩৬০ বর্গফুট জমি) জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। একই ব্যক্তি 
      একাধিক প্লটের জন্য আবেদন করতে পারবে না। 
০২। আবেদনপত্রে প্রার্থীত জমির দাগ, খতিয়ান সঠিকভাবে উল্লেখসহ সীলমোহরকৃত খামে জমা দিতে হবে এবং খামের উপর সংশ্লিষ্ট উপজেলা, খতিয়ান 
      নং ও দাগ নং অবশ্যই ষ্পষ্টাক্ষরে লিখতে হবে। আবেদনের সাথে আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের -০২ কপি রঙিন ছবি, জাতীয় 
      পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন/ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ/পরিচয় পত্র দাখিল করতে হবে।
০৩। নির্ধারিত তারিখের মধ্যে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ইজারা গ্রহীতা নির্বাচন করা হবে। ইজারা গ্রহীতাদের চাহিত/প্রার্থীত জমির পরিমান 
      জেলা পরিষদ কর্তৃক পুনঃ নির্ধারণ করা যাবে এবং ইজারা গ্রহীতাগণ তাহা মানতে বাধ্য হবে।
০৪। লীজগ্রহীতা নির্বাচিত হবার পর তাকে নিজ খরচে জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে ৩০০/-(তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিপত্র 
       সম্পাদন করতে হবে এবং বর্ণিত জমির একসনা ইজারামূল্য, ১৫% ভ্যাট ও ৫% আয়করসহ সমুদয় টাকা একত্রে জমা করে রশিদ(ডিসিআর) 
       গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিপত্র/টাকা জমা করতে ব্যর্থ হলে কোন পত্র যোগাযোগ ছাড়াই সংশ্লিষ্ট জমি তার নামে ইজারা 
       প্রদানের সিদ্ধান্ত বাতিল করে আগ্রহী অন্য ব্যক্তিকে বিবেচনা করা হবে। 
০৫। লীজগ্রহীতা সংশ্লিষ্ট জমি অন্য কারো নিকট সাব-ইজারা/বিক্রি/হস্তান্তর করতে পারবেন না। ইজারাকৃত জমিতে কোন প্রকার পাকা/স্থায়ী স্ট্রাকচার 
       /কাঠামো নির্মাণ করা যাবেনা। এরূপ কোন বিষয় পরিলক্ষিত হলে তার ইজারা বাতিল করা হবে।
০৬। ইজারার মেয়াদ বাংলা ৩০ চৈত্র ১৪২৫ পর্যন্ত বলবৎ থাকবে। ইজারাদারকে মেয়াদ শেষ হবার পূর্বে প্রতি বাংলা সনের ফাল্গুন মাসের মধ্যে ইজারা 
      নবায়ন করে নিতে হবে এবং প্রতি বছরের জন্য নূতনভাবে চুক্তিপত্র করতে হবে। মেয়াদ শেষের পূর্বে নবায়ন করা না হলে জেলা পরিষদের জমি 
      হতে তার নির্মিত স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে হবে এবং বর্ণিত জমি আগ্রহী অন্য ব্যক্তিকে ইজারা দেয়া হবে।
০৭। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সময়ে সময়ে ইজারাকৃত জমির নবায়ন ফি/মূল্য বৃদ্ধি করা হলে ইজারাগ্রহীতা বর্ধিত ফি/মূল্য দিতে বাধ্য থাকবেন। 
০৮। জেলা পরিষদের প্রয়োজনে ইজারাকৃত জমিতে কোন স্টল/মার্কেট নির্মাণের উদ্যোগ নিলে বা অন্য কোন প্রয়োজনে এই জমি ব্যবহারের প্রয়োজন 
       হলে জেলা পরিষদ ০২(দুই) মাসের নোটিশে ইজারা বাতিল করতে পারবে এবং ইজারাকৃত জমির দখল ছেড়ে দিতে বাধ্য থাকবেন। 
০৯। উপরে বর্ণিত যে কোন শর্ত ভংগের কারণে জেলা পরিষদ কর্তৃপক্ষ যে কোন সময় কোন কারণ দর্শানো ব্যতিত সংশ্লিষ্ট জমির ইজারা বাতিল করতে 
       পারবেন।
১০। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
১১। জেলা পরিষদ কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
 
( মোঃ শহিদুল আলম )
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ, বরগুনা।
 
স্মারক নং-জেপবর/সংস্থাপন(জমি লীজ বিজ্ঞপ্তি)/১০৪-২০১৮/২০৩/১( ৬৫)                                  তারিখঃ ২৪/০৪/২০১৮ খ্রিঃ
অনুলিপি অবগতি ও বহুল প্রচারের জন্য প্রেরণ করা হলোঃ
০১। বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, বরিশাল।
০২। পরিচালক, স্থানীয় সরকার, বরিশাল বিভাগ, বরিশাল।     
০৩। জেলা প্রশাসক, বরগুনা।
০৪। উপ-পরিচালক, স্থানীয় সরকার, বরগুনা।
০৫। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী/ বামনা/ তালতলী, বরগুনা।
০৬। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী/ বামনা/ তালতলী, বরগুনা।
০৭। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি/ সড়ক ও জনপথ/ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর/ পানি উন্নয়ন বোর্ড, বরগুনা।
০৮। মেয়র, পৌরসভা, বরগুনা সদর/ আমতলী/ পাথরঘাটা/ বেতাগী, বরগুনা।
০৯। জেলা পরিষদ সংরক্ষিত সদস্য/ সদস্য, ওয়ার্ড নং------------, জেলা পরিষদ, বরগুনা।
১০। জেলা তথ্য অফিসার, বরগুনা।
১১। সম্পাদক, দি ডেইলি অবজারভার, ঢাকা   অত্র বিজ্ঞপ্তিটি ২৬/০৪/২০১৮ খ্রিঃ তারিখের মধ্যে তাঁর পত্রিকায় একবার স্বল্প পরিসরে প্রকাশ করে 
 
১২। সম্পাদক, দৈনিক সৈকত সংবাদ,বরগুনা  পত্রিকার ০৫ কপি অত্র দপ্তরে প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
 
১৩। দারোয়ান কাম-কেয়ারটেকার, জেলা পরিষদ ডাকবাংলো,-----------------------------উপজেলা-----------------------জেলা-বরগুনা।
 
১৪। জনাব---------------------------------------------------------------------------------------------------------------
 
১৫। নোটিশ বোর্ড, অত্রাফিস।
 
 
( মোঃ শহিদুল আলম )
সহকারী প্রকৌশলী
জেলা পরিষদ, বরগুনা।
 
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/04/2018
আর্কাইভ তারিখ
21/05/2018